বুধবার, ২৫ এপ্রিল ,২০১৮
Bangla Version
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকৃত শিক্ষার্থীদের দাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজের পরিচয় না দিয়ে ঢাবি'র পরিচয় দিয়ে নানা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এতে ঢাবি'র শিক্ষার্থীদের সুনামহানী হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাবির অধিভুক্ত হয়। এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।
এর আগে একবার অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাবি'র খেলার মাঠ ব্যবহার করতে পারবে এমন খবরে ঢাবি'র শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এই বিক্ষোভে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাবি'র একটি বাস ভাঙচুর করে।
বেরোবি’তে প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত
ঢাবির হল প্রাধ্যক্ষের অপসারণ চেয়েছে প্রগতিশীল ছাত্রজোট
ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষা ২৭ জুন
ছাত্রদের হয়রানি করা হলে সমুচিত জবাব: ঢাবি শিক্ষকদের হুঁশিয়ারি
এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত
শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ সেল গঠনের দাবি
প্রিলি থেকেই কোটা দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের
সুফিয়া কামাল হলের ৩ ছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে
‘গভীর রাতে ছাত্রীদের বের করে দেয়া দু:খজনক’
মধ্যরাতে ঢাবির ২০ ছাত্রীকে হল ত্যাগে বাধ্য করল প্রশাসন
ঢাবি থেকে এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন