Print
প্রচ্ছদ » বিনোদন
Wed, 11 Jan, 2017

কারিনার নাম রহস্য এবং ফিরিয়ে দেয়া সিনেমা

বিনোদন ডেস্ক : কারিনার নামের পেছনে মজার ঘটনা আছে। তিনি যখন গর্ভে, মা ববিতা কাপুর পড়েন বিখ্যাত উপন্যাস ‘আন্না কারেনিনা’। ওই উপন্যাসের নায়িকা নাম থেকে তার নামটি নেয়া হয়। কাপুর খান্দানের মেয়েরা সিনেমা অভিনয় করবেন এটা ভাবাই যেত না। এ নিয়ম প্রথম ভাঙ্গেন বড় বোন কারিশমা কাপুর। তার দেখাদেখি সিনেমায় নামের কারিনা কাপুর।

হৃতিক রোশনের সঙ্গে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। পরে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমা জুটি বাঁধেন তারা। গুজব উঠেছিল ওই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে বেশ কিছু সিনেমায় হৃতিকের সঙ্গে অভিনয়ে অস্বীকৃতি জানান।

গুরিন্দার চাড্ডার ‘প্রাউড এ্যান্ড প্রেজুডিস’র প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে হলিউডি সিনেমাটিতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। ইন্ডিয়া টিভি অবলম্বনে।