Prime News bd.com is about bangla newspaper, news dhaka, bangla online news, news in bangla
Print
প্রচ্ছদ » বিনোদন
Fri, 06 Jun, 2014

বাবাকে চিনি না, আমি ধর্ষণের ফসল

বিনোদন ডেস্ক: মিস ইউএসএ (যুক্তরাষ্ট্র) প্রতিযোগিতায় অংশ নেয়া এক সুন্দরী জানিয়েছেন, তিনি নিজের বাবাকে চেনেন না, তিনি ধর্ষণের ফসল।

এ বছরই মিস পেনসিলভানিয়া খেতাব জয়ী ২৪ বছরের এ নারীর নাম ভ্যালেরি গাটো।

বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, তার মায়ের বয়স যখন ১৯ বছর, তখন তিনি অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন। আর ওই ধর্ষণের ঘটনার পর তার মা গর্ভবতী হন। সেই সন্তানই তিনি।

ধর্ষণকারী তার মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তা মা পালিয়ে বেঁচেছিলেন। যদি না পালাতে পারতেন, তবে তার জন্ম হতো না।

তিনি আরও জানান, ছোট বেলায় তার মা তাকে বলেছিলেন, একজন অজ্ঞাত মানুষ তাকে আগাত করেছে, লাঞ্ছিত করেছে, হত্যা করতে চেয়েছে, সেটা আমার জীবনের এক দুঃখজনক ঘটনা। কিন্তু সৃষ্টিকর্তা আমার কোলজুড়ে তোমাকে দিয়েছে।

নিজের জীবনের এ অভিজ্ঞতা থেকেই তিনি নারীদের সচেতন করতে কাজ করতে চান।