Prime News bd.com is about bangla newspaper, news dhaka, bangla online news, news in bangla
Print
প্রচ্ছদ » খেলাধুলা
Wed, 03 Jun, 2015

আনুশকাকে এক রাতের জন্য চেয়েছিলেন গেইল!

ঢাকা : ক্রিকেট মাঠে বোলারদের ওপর তান্ডব চালাতে সিদ্ধহস্ত ক্রিস গেইল। ৮ম আইপিএল আসর শেষ করে এখন এই খুনে ব্যাটসম্যান রয়েছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে। ইতিমধ্যে ইংল্যান্ডেও ৯২ রানের এক বিস্ফোরক ইনিংস ‍উপহার দিয়েছেন এই ক্রিস গেইল।

কিন্তু গেইল অতি সম্প্রতি আইপিএল থেলা শেষ করে যাওয়ার আগেই সতীর্থ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহেলির গার্লফ্রেন্ড ও বলিউড তারকা আনুশকার শর্মাকে খুব করে কাছে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন।

এমনকি আনুশকাকে এক রাতের জন্য হোটেলে আসারও জন্য অনুরোধ জানালেও সে অনুরোধে সাড়া দেননি আনুশকা। গেইলের মুঠোফোন থেকে এ ধরণের অফারের ক্ষুদে বার্তার বিষয়ে আনুশকার কাছে জানাতে চাইলে তিনি এনডিটিভি মুভিজকে জানিয়েছেন, ‘গেইল এ ধরণের দুষ্টামি করে আমার আর বিরাটের ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিলেন।’

kohli anuska kissআমি না বললেও গেইল নিজেই বিরাটকে আগেই এ ধরণের ম্যাসেজের কথা বলে দিয়েছিল। এমনকি আমরা একসঙ্গে হোটেলে অনেক গল্প করেছি। গেইল বিশাল হৃদয়ের মজার মানুষও বটে।’আনুশকাকে এক রাতের জন্য চেয়েছিলেন গেইল!

ক্রিকেট মাঠে বোলারদের ওপর তান্ডব চালাতে সিদ্ধহস্ত ক্রিস গেইল। ৮ম আইপিএল আসর শেষ করে এখন এই খুনে ব্যাটসম্যান রয়েছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে। ইতিমধ্যে ইংল্যান্ডেও ৯২ রানের এক বিস্ফোরক ইনিংস ‍উপহার দিয়েছেন এই ক্রিস গেইল।

কিন্তু গেইল অতি সম্প্রতি আইপিএল থেলা শেষ করে যাওয়ার আগেই সতীর্থ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহেলির গার্লফ্রেন্ড ও বলিউড তারকা আনুশকার শর্মাকে খুব করে কাছে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন।

এমনকি আনুশকাকে এক রাতের জন্য হোটেলে আসারও জন্য অনুরোধ জানালেও সে অনুরোধে সাড়া দেননি আনুশকা। গেইলের মুঠোফোন থেকে এ ধরণের অফারের ক্ষুদে বার্তার বিষয়ে আনুশকার কাছে জানাতে চাইলে তিনি এনডিটিভি মুভিজকে জানিয়েছেন, ‘গেইল এ ধরণের দুষ্টামি করে আমার আর বিরাটের ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিলেন।’

আমি না বললেও গেইল নিজেই বিরাটকে আগেই এ ধরণের ম্যাসেজের কথা বলে দিয়েছিল। এমনকি আমরা একসঙ্গে হোটেলে অনেক গল্প করেছি। গেইল বিশাল হৃদয়ের মজার মানুষও বটে।’