Print
প্রচ্ছদ » শেয়ার বাজার
Wed, 11 Jan, 2017

ঘুরে দাঁড়িয়েছে মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা : দীর্ঘদিন পর দর বাড়ার ধারায় ফিরেছে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো। বুধবার ৩৫টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয় ৩৪টিতে। এতে ৩১টি মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

কার্যদিবস শেষে দেখা গেছে, বুধবার ২টি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। এর মধ্যে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ডে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডে দশমিক ৯৫ শতাংশ দর কমেছে।

কার্যদিবস শেষে টপটেন গেইনারে জায়গা করে নিয়েছে ৪টি মিউচ্যুয়াল ফান্ড।এর মধ্যে সবচেয়ে দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএসইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

এছাড়া ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৭০ শতাংশ ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে।