Prime News bd.com is about bangla newspaper, news dhaka, bangla online news, news in bangla
Print
প্রচ্ছদ » বাংলাদেশ
Wed, 11 Jan, 2017

দিনাজপুরে শিবির সদস্য আটক

আরিফ জাওয়াদ, দিনাজপুর প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপি লিটন হত্যা ঘটনায় দিনাজপুর থেকে গত মঙ্গলবার (১০শে জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে সাইফুল ইসলাম (৩০) নামে এক শিবির সদস্যকে আটক করেছে পুলিশ। আটক সাইফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের দক্ষিণ শিবরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

দিনাজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গাইবান্ধা ও দিনাজপুর ডিবি পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামের জয়নব বানুর বাড়ি থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ রামনগর স্কুলপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী রেখা তার চাচাতো বোন।

রেখার ননদ জয়নব বানুর বাড়িতে আত্মগোপন করেছিলেন সাইফুল। আটক সাইফুলের অনান্য সহযোগীদেরও আটক করতে অভিযান চলছে, বলে জানান বজলুর রশিদ।