Print
প্রচ্ছদ » বাংলাদেশ
Wed, 11 Jan, 2017

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঢাকা: চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত নাজিম উদ্দিন (৩৫), লায়লা বেগম (৩৫), কামাল হোসেন (৩২) ও আলমগীর হোসেনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাজিম উদ্দিনের পা ভেঙে গেছে। তিনি ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।