Print
প্রচ্ছদ » আন্তর্জাতিক
Wed, 11 Jan, 2017

আফগানিস্তানে হামলা: আরব আমিরাতের ৫ কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে এক বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচ কূটনীতিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই হামলায় আরব আমিরাতের রাষ্ট্রদূত জুমা আল-কাবিসহ ১৭ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাখতুম, ইউএই-র প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছেন, ‘এই বোমা হামলা ও হত্যাকাণ্ডের মানবিক, নৈতিক বা ধর্মীয় বৈধতা থাকতে পারে না।

ইউএই দূতাবাসে অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তা ও কূটনীতিকদের এক বৈঠক চলাকালে ওই বোমা হামলা চালানো হয়।
তালেবান ওই হামলা চালায়নি বলে দাবি করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ স্থানীয় শত্রুতার জের ধরে ওই হামলা চালানো হয়।
প্রসঙ্গত, এর আগে রাজধানী কাবুলে মঙ্গলবার জোড়া বোমা হামলায় নিহতের হন ৩০ জন। ওই হামলায় আহত হন অন্তত ৮০ জন।