Prime News bd.com is about bangla newspaper, news dhaka, bangla online news, news in bangla
Print
প্রচ্ছদ » বিজ্ঞান প্রযুক্তি
Wed, 11 Jan, 2017

মার্চে আসছে হুয়াওয়ের পি১০

ঢাকা : বাজারে থাকা পি ৯ মডেলের স্মার্টফোনের নতুন সংস্করণ আনছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এবার আনছে পি১০। আগামী মার্চ বা এপ্রিলে এটি বাজারে আসতে পারে।

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জু চেনডং ডেইলিটেক নামের একটি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হুয়াওয়ে পি১০ ফোনটিতে থাকবে ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। থাকবে নিজস্ব হাইসিলিকন চিপসেট কিরিন ৯৬০। ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত হবে।

৬ বা ৪ জিবি র‌্যামের এই ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি বা ১২৮। এর ডিসপ্লে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি।

ফোনটিতে লাইকা প্রযুক্তির ডুয়াল ক্যামেরা থাকবে। স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে মধ্যখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।