Primenewsbd
আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি গায়ে লড়বে আওয়ামী লীগ-বিএনপি
Wednesday, 13 Jun 2018 20:43 pm
Reporter :
Primenewsbd

Primenewsbd

ঢাকা : ফুটবল উত্তেজনায় ভাসছে বিশ্ব। সারাবিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল জ্বরে। সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া জগতের তারকা, রাজনৈতিক ব্যক্তি সবাই এখন ফুটবল আনন্দে ভাসছে।

এরই ধারাবহিকতায় এবার ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে মুখোমুখি হচ্ছেন বিএনপি সমর্থিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বুধবার রাত ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন তারা।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেট ক্রীড়া লেখক সমিতি এই ম্যাচের আয়োজন করেছে। প্রীতি ম্যাচে ব্রাজিল দলের অধিনায়ক আরিফুল হক চৌধুরী ও আর্জেন্টিনা দলের অধিনায়ক হবেন বদর উদ্দিন আহমদ কামরান। এ দুজন ছাড়া উভয় দলে খেলবেন সিলেটের ব্যবসায়ী, সাংবাদিক, ফুটবলারসহ সামাজিক সংগঠনের নেতারা।

এ প্রীতি ম্যাচ উপলক্ষে ব্রাজিল সমর্থকদের মাঠে উপস্থিত হয়ে উৎসাহ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

আর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দলকে প্রেরণা দেয়ার জন্য আর্জেন্টিনা সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।

জানা যায়, ব্রাজিল দলকে সাপোর্ট করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং আর্জেন্টিনাকে পছন্দ করেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।