Primenewsbd
যে প্রেমিকার কারণে মাদকাসক্ত হন সঞ্জয় দত্ত?
Wednesday, 11 Jul 2018 12:40 pm
Reporter :
Primenewsbd

Primenewsbd

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্ত-এর বায়োপিক ‘সঞ্জু’ ৩০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে। রাজ কুমার হিরানির এই সিনেমার প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই জোর শোর জল্পনা শুরু হয়। এর পর ট্রেলার মুক্তি পাবার পর জল্পনা আর এক ধাপ এগিয়ে যায়। এরপর সিনেমাটি মুক্তির পর প্রথম সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলে রণবীর কাপুরের সিনেমা। বর্তমানে ২০০ কোটি পেরিয়ে এখন ৩০০ কোটির ঘরের দিকে ছুটছে রাজকুমার হিরানির সিনেমা।

কিন্তু, মাদকাসক্ত সঞ্জয় দত্ত কি সত্যি টিনা মুনিমের প্রেমে পাগল ছিলেন? টিনার জন্যই কি মাদকের প্রতি আরও আসক্ত হয়ে পড়েন সঞ্জয় দত্ত?‘সঞ্জু’-র গান ‘রুবি রুবি’ দেখলেই বুঝতে পারবেন অনেক কিছু। যেখানে স্পষ্ট দেখানো হয়েছে টিনা মুনিম অর্থাত সোনাম কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর কাপুর ওরফে সঞ্জয় দত্ত আবার মাদকাসক্ত হয়ে পড়েন।

হিরানির সিনেমা অনুযায়ী, প্রথমবার নাকি বাবার বকাঝকার জেরেই মাদক নিতে শুরু করেন সঞ্জয়। আর দ্বিতীয়বার মাদক নেওয়া শুরু করেন টিনার সঙ্গে বিচ্ছেদের পর। যদিও, সঞ্জয় দত্ত এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি।