Primenewsbd
প্রথম ঘণ্টায় লেনদেন ৩০৫ কোটি টাকা
Thursday, 12 Jul 2018 12:13 pm
Reporter :
Primenewsbd

Primenewsbd

ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩০৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ২৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।