Primenewsbd
জিন্নাহকে প্রধানমন্ত্রী করা হলে ভারত ভাগ হতো না, বললেন দালাইলামা
Wednesday, 08 Aug 2018 18:10 pm
Reporter :
Primenewsbd

Primenewsbd

আন্তর্জাতিক ডেস্ক: জওহরলাল নেহরুর পরিবর্তে মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রী করা হলে ভারত কখনোই ভাগ হতো না। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা এ মন্তব্য করেছেন। আজ বুধবার গোয়া ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট-এ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

দালাইলামা বলেছেন, জিন্নাহকে প্রধানমন্ত্রী পদে চেয়েছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু নেহরু তাতে বাধ সাধেন। নেহরু খুব আত্মকেন্দ্রিক ছিলেন। নেহরু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই।

এক প্রশ্নের জবাবে দালাইলামা বলেন, মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রীত্ব দেয়া হলে ভারত-পাকিস্তান এক থাকতো। যদিও পণ্ডিত নেহরু খুবই অভিজ্ঞ ছিলেন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত-পাকিস্তান ভাগ হয়। সে সময় সাম্প্রদায়িক হামলায় ভারত ও পাকিস্তান উভয় দেশে বহু লোক মারা যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রতি মুহুর্তের খবর পেতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে লাইক দিন