Primenewsbd
রহস্যময় ‘বালু নদী’ (ভিডিও)
Friday, 17 Aug 2018 11:14 am
Reporter :

Primenewsbd

ঢাকা : স্রষ্টার সৃষ্টি এই পৃথিবী বড়ই রহস্যময়। যেমনটি মধ্যপ্রাচের দেশ ইরাকের স্যান্ড রিভার বা বালুর নদী একটি রহস্য।

সত্যিই আজব লাগে, না হলে কি করে রুক্ষ মরুভূমির ভেতর দিয়ে সাদা ‘বালুর’ প্রবাহ বয়ে যায়। সম্প্রতি ‘বালুর’ প্রবাহ বয়ে যাওয়ার একটি ভিডিও বিশ্বজুড়ে ব্যাপকভাবে সাড়া ফেলে। যদিও ২০১৬ সালের নভেম্বর মাসে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা যায়।

তবে আসল ঘটনা হলো- প্রকৃতপক্ষে এটি বালুর নদী না। নদীর ন্যায় বয়ে চলা বস্তু আসলে বালু নয়, সেটি হচ্ছে বরফ শৈলী।

এমনিতেই মধ্যপ্রাচ্যের আবহাওয়া প্রচণ্ড গরম, বিশেষ করে ইরাকে। দেশটিতে গ্রীষ্মকালে যেমন প্রচণ্ড উত্তাপ, তেমনি শীতকালে পরিস্থিতি ঠিক উল্টো, হারকাপানো ঠাণ্ডা। ইরাকে বৃষ্টি হয় কালেভদ্রে। তবে ওই বছর টানা বৃষ্টি এবং ঝড় হয় সৌদি আরব, জর্ডান, ইসরায়েল ও ইরাকে। এই প্রবল বর্ষণে খানিকটা পানি ইরাকের মরুভূমিতে আটকা পড়ে।

ধারণা করা হয়, সেই পানি জমাট বেঁধে বরফে রূপ নেয়। ওই বরফেই মরুভূমির ভেতর দিয়ে এভাবে প্রবাহিত হয়। যেটাকে স্থানীয়রা নাম দেয় স্যান্ড রিভার বা বালু নদী। অনেকেই আবার এটাকে শিলাবৃষ্টির পর বয়ে যাওয়া শিলার স্রোত বলে মনে করেন।

অবশ্য তাদের এই মতামত খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি। কেকনা, এতো প্রচুর পরিমাণে শিলা তৈরি হওয়া ও বয়ে যাওয়ার জন্যেও নির্দিষ্ট আবহাওয়া প্রয়োজন, যা ইরাকে থাকে না।

সে কারণে মরুভূমির ভেতরে এতো বরফের প্রবাহ কীভাবে এলো, সেই রহস্য আজও পুরোপুরি ভাবে উন্মোচন হয়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন