Primenewsbd
রবিবার সংসদে উঠছে ‘সড়ক নিরাপত্তা আইন’: কাদের
Wednesday, 12 Sep 2018 17:15 pm
Reporter :
Primenewsbd

Primenewsbd

ঢাকা : প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০১৮ আগামী রবিবার সংসদে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের এক সভায় অনংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনটি চলতি অধিবেশনের রবিবার সংসদে উপস্থাপন করা হবে। এরপর এটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে। আগামী অক্টোবর মাসে দশম জাতীয় সংসদের একটি সংক্ষিপ্ত অধিবেশন হবে। সড়ক নিরাপত্তা আইনটি ওই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম।

রাজীব ও দিয়ার মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকটা তড়িঘড়ি করে সড়ক নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। যা আগামী রবিবার সংসদে উঠতে যাচ্ছে।